সতীর্থদের সতর্ক করলেন পাকিস্তান অধিনায়ক

মাত্র একটি ম্যাচ এবার জিতেছে সরফরাজের পাকিস্তানপাঁচ ম্যাচে কেবল একটি জয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে পাকিস্তান। সবশেষ ভারতের কাছে হেরেছে তারা। বিশ্বকাপে এই বাজে পারফরম্যান্স চলতে থাকলে দেশে ফিরে সবাইকে দেশবাসীর রোষানলে পড়তে হবে বলে সতীর্থদের সতর্ক করলেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। তাছাড়া সমালোচকদের মুখ বন্ধ করতেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

ভক্ত, মিডিয়া ও সাবেক ক্রিকেটারদের কাছে কঠোর সমালোচিত হয়েছে এই দল। তবে অধিনায়ককে সবচেয়ে বেশি কথা শুনতে হয়েছে। সরফরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ও ওয়াকার ইউনুস। এক ইউটিউব চ্যানেলে সরফরাজকে নির্বোধ বলেছেন শোয়েব।

কিন্তু দেশে ফিরে একাই সমালোচনার শিকার হবেন না বলে সতীর্থদের সতর্ক করলেন চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক, ‘যদি কেউ ভাবে যে আমি একাই ঘরে ফিরে যাব, তাহলে সেটা হবে তাদের জন্য বোকামি। আল্লাহ না করুক খারাপ কিছু যদি ঘটে যায়, তাহলে আমিই শুধু দেশে ফিরে যাব সেটা কিন্তু নয়।’

আগের পারফরম্যান্স ভুলে সামনে তাকাতে বললেন সরফরাজ, ‘খারাপ পারফরম্যান্স ভুলে গিয়ে পরের চার ম্যাচের জন্য উজ্জীবিত থাকতে হবে আমাদের।’ দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই আসরে এবার তাদের একমাত্র জয় ইংল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে তারা।