রাহী নৈপুণ্যে সিরিজে টিকে থাকলো ‘এ’ দল

৪ উইকেট নিয়ে ‘এ’ দলের জয়ের ভিত গড়েন রাহীআফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোঁয়ানোর শঙ্কায় ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত তারা জিতলো ৭ উইকেটে, যার ভিত গড়ে দেন পেসার আবু জায়েদ রাহী। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে ২-১ এ ব্যবধান কমালো স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়েছিল জিতেছিল আফগানরা। তারাই ৩২.৪ ওভারে গুটিয়ে গেলো ১২২ রানে। টস হেরে ব্যাট করতে নেমেছিল তারা। জবাবে শুরুর বিপদ কাটিয়ে বাংলাদেশ ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১২৩ রান করে।

আফগান টপ অর্ডারে ভাঙন ধরাতে রাহীর সঙ্গে যোগ দেন অফ স্পিনার মেহেদী হাসান। ৫.৪ ওভারে ১ মেডেন সহ ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন রাহী। মেহেদী তার চেয়ে এক উইকেট পিছিয়ে ছিলেন, ৭ ওভারে ২ মেডেন সহ ২৪ রান খরচায় ৩ উইকেট নেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ইব্রাহিম জাদরান।

লক্ষ্যে নেমে ৯ ওভারে ৪৮ রান করে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে ফজলে মাহমুদ ও আফিফ হোসেনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় স্বাগতিকরা। ফজলে ৫৭ রানে অপরাজিত ছিলেন, ২১ রানে খেলছিলেন আফিফ। দ্বিতীয় সেরা ২৩ রান আসে অধিনায়ক ও ওপেনার ইমরুল কায়েসের কাছ থেকে।

আফগানিস্তানের পক্ষে করিম জান্নাত, জিয়া উর রহমান ও ফরিদ আহমেদ একটি করে উইকেট নেন। চট্টগ্রাম পর্ব শেষে আগামী শনিবার সাভারের বিকেএসপিতে চতুর্থ ওয়ানডে খেলবে দুই দল।