ফাইনালে ভারতকে ২৬২ রানের লক্ষ্য বাংলাদেশের ‍যুবাদের

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরাঅনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাহমুদুল হাসান কাজলের সেঞ্চুরি ও পারভেজ হোসেন ইমনের হাফসেঞ্চুরিতে ভারতকে ২৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে তারা করেছে ২৬১ রান।

হোভের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ভারতকে তারা ছুঁড়ে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোর। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদ আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। রান আউট হওয়ার আগে ১৩৪ বলে ৯ চার ও ১ ছয়ে ১০৯ রান করেন তিনি।

এর আগে তানজিদ হাসানের সঙ্গে পারভেজ ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। রবি বিষ্ণু ২৬ রানে ফেরান তানজিদকে। এরপর মাহমুদের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে আউট হন পারভেজ। ইনিংসের দ্বিতীয় সেরা ৬০ রান করেন তিনি ৬৪ বলে।

পরে শামীম হোসেন বাদে মাহমুদকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি আর কেউ। তাদের জুটিটি ছিল ৬৪ রানের। শামীম ৩২ রানে আউট হওয়ার পর ৩৮ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন কার্তিক ত্যাগী ও সুশান্ত মিশ্র।