অশ্বিন বাদ পড়ায় বিস্মিত গাভাস্কার

রবিচন্দ্রন অশ্বিনঅ্যান্টিগা টেস্টে ভারতের একমাত্র স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। টানা চতুর্থ টেস্টে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে-বলে অতীতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। অশ্বিনকে একাদশে না রাখায় বিস্মিত হয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

সামান্য অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজে ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বল করেননি অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ১ উইকেট নিয়ে অ্যান্টিগা টেস্টে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাকে উপেক্ষা করে একাদশে নেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে উইকেটশূন্য ১২ ওভার করা জাদেজাকে।

এনিয়ে টানা চতুর্থ টেস্টে খেলা হলো না অশ্বিনের। ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের শেষ তিন টেস্ট খেলা হয়নি তার। যদিও উইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পরিসংখ্যান থাকায় তিনি ছিলেন এগিয়ে।

ভারতের রেকর্ড সিরিজসেরা খেলোয়াড় ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলেছেন ১১ টেস্ট। ২১.৮৫ গড়ে রান দিয়ে নিয়েছেন ৬০ উইকেট, যার মধ্যে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন চারবার। ব্যাটিংয়েও এই দলটির বিপক্ষে দুর্দান্ত অশ্বিন। চারটি সেঞ্চুরিসহ ৫০.১৮ গড়ে করেছেন ৫৫২ রান।

সবশেষ ক্যারিবিয়ান সফরে দুইবার ম্যাচসেরা হওয়া খেলোয়াড়কে বাদ দেওয়ায় আশ্চর্য না হয়ে পারছেন না গাভাস্কার। এক টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেছেন, ‘(দল বাছাই) আমাকে বিস্মিত করেছে। এমন রেকর্ড গড়া একজন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে-ই এই একাদশে জায়গা খুঁজে পেলো না- অদ্ভুত তো। আশ্চর্যজনক।’