‘ফ্র্যাঞ্চাইজিরা শুধু টিম স্পন্সর হিসেবে থাকতে পারবে বিপিএলে’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপননতুন চক্র শুরুর আগে গত মাসে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠকে লভ্যাংশ সহ বেশ কিছু দাবি জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু সেই দাবি না মেনে জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির এমন সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিরা স্বাভাবিকভাবেই বিস্মিত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল তো সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে বিপিএল আয়োজনের অনুরোধও করেছেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই অনুরোধ মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এবার ফ্র্যাঞ্চাইজিদের কোনও সুযোগ নেই। তবে আমরা টিম স্পন্সরের কথা বলেছি। তারা সেখানে আবেদন করতে পারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামটা না-ও থাকতে পারে। তবে কুমিল্লা হিসেবে তারা থাকতে পারবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলরের সঙ্গে বৈঠকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কিছু না কিছু প্রস্তাব দিয়েছিল। এই সব প্রস্তাবকেই ‘সমস্যা’ বলে মনে করছেন বোর্ড প্রধান, ‘আমাদের কাউকে বাদ দেওয়ার ইচ্ছে নেই। এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। কিন্তু বারবার একটা সমস্যা হচ্ছে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই। যদি আমরা বুঝতে পারি যে এই সমস্যা আর হবে না, তখন আমরা অবশ্যই আগের ফরম্যাটে ফিরে যেতে পারি।’

এ প্রসঙ্গে নাজমুল হাসান আরও বলেছেন, ‘আগের ফরম্যাটে তো আমাদের কোনও সমস্যা ছিল না। সমস্যা ছিল ফ্র্যাঞ্চাইজিদের। দুদিন পরপর তারা অভিযোগ করে। তাদের যখন এত সমস্যা, তো সব সমস্যা আমরাই নিয়ে নিলাম। যদি ওরা কখনও মনে করে এই সমস্যা আর হবে না, তখন আমরা পুরোনো ফরম্যাটে ফিরে যাবো।’