কোহলি-রাবাদার লড়াই দেখার অপেক্ষায় ডি কক

বিরাট কোহলি বনাম কাগিসো রাবাদাভারতের উইকেট সম্পর্কে খুব ভালো জানা কাগিসো রাবাদার। গত আইপিএল কেটেছে তার স্বপ্নের মতো। আবারও ভারতের মাটিতে গতি ঝড় তোলার পথে মুখোমুখি হতে যাচ্ছেন ব্যাট হাতে প্রতিনিয়ত আলো ছড়িয়ে যাওয়া বিরাট কোহলির। দুই তারকার ব্যাট-বলের লড়াই দেখার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টন ডি কক।

ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। গত রবিবার ধর্মশালায় প্রথম ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। কোহলি-রাবাদার লড়াই দেখার সুযোগ তাই হয়নি। ডি কক চণ্ডীগড়ের বুধবারের ম্যাচের দিকে তাকিয়ে।

কোহলি-রাবাদার দ্বৈরথ নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘ওরা দুজন নিজেদের জায়গায় সেরা। ওদের লড়াইটা হবে দুর্দান্ত। দুজনই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে। সবকিছু মিলিয়ে কোহলি-রাবাদার লড়াই দেখাটা হবে দারুণ ব্যাপার।’ সঙ্গে যোগ করেছেন, ‘অ্যাশেজে আমরা জোফরা আর্চারের বোলিং দেখেছি। সে খুব আগ্রাসী ছিল, অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল দুর্দান্ত। যাতে চমৎকার ক্রিকেটের প্রদর্শনী ছিল।’

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ডি কক। অধিনায়কের দায়িত্ব তিনি আগেও সামলেছেন, তবে সেটা ছিল নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসির চোটের কারণে। তবে এবার ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে তাকে অধিনায়ক করেই দল পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

নতুন এই দায়িত্ব নিয়ে ডি ককের বক্তব্য, ‘আমি খুব একটা চিন্তিত নই (অধিনায়কের বাড়তি দায়িত্ব নিয়ে)। এটা আমার ক্যারিয়ারের নতুন একটি ধাপ। আমার মধ্যে কিছুটা বাড়তি দায়িত্ববোধ তৈরি করেছে। দেখা যাক এটা ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলে আমার মধ্যে। তবে এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আশা করছি ইতিবাচক শক্তিই সঞ্চারণ করবে, যাতে নিজের সেরাটা দিতে পারব।’ ক্রিকবাজ