ভারতে যুব দলের হার

ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল (ফাইল ছবি)আগের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে আবারও ছন্দপতন। তৃতীয় ওয়ানডেতে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দাঁড়াতেই ‍পারেনি তারা। অসহায় আত্মসমর্পণ করে ডাকওয়ার্থ-লুইস মেথডে সাইফ হাসানরা হেরেছে ৪৯ রানে।

লখনউয়ের ম্যাচে প্রথমে ব্যাট করা ভারত ২২ ওভারে কোনও উইকেট না হারিয়ে স্কোরে ১১৪ রান জমা করলে নামে বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস মেথেডে ২২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১৭৪ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভারের ২ বল আগেই বাংলাদেশের তরুণরা অলআউট হয় ১২৪ রানে। এই জয়ে ভারত পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের কোনও ব্যাটসম্যানকে আউট করতে পারেনি বাংলাদেশ। ১৮তম ওভারের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর পুনরায় শুরু হয়ে ২২ ওভারে আবার বন্ধ হয়ে গেলেও এক উইকেটও পায়নি সফরকারীরা। স্বাগতিকদের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও আরিয়ান জুয়াল দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। যশস্বী ৬৩ বলে অপরাজিত থাকেন ৫৩ রানে, আর আরিয়ান ৬৯ বলে খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস।

ডাকওয়ার্থ-লুইস মেথডে ২২ ওভারে ১৭৪ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশের টপ অর্ডারে শুরুতেই ধসে পড়ে। ব্যর্থতার ভিড়ে প্রাপ্তি কেবল মাহিদুল ইসলামের হাফসেঞ্চুরি। এই ব্যাটসম্যান ৩৮ বলে খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া আরিফুল হকের ব্যাট থেকে আসে ২৩ রান।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার পথে সবচেয়ে বেশি অবদান এ শেঠের। ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় তার শিকার ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও হৃত্বিক শোকিন।