১৭ বছর বয়সে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি!

সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড যশস্বী জয়সওয়ালেরবিশ্বের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ছেন যশস্বী জয়সওয়াল। মাত্র ১৭ বছর বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০ ছাড়ানো ইনিংস খেলেছেন মুম্বাই ওপেনার। বুধবার বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিপক্ষে তিনি খেলেছেন ২০৩ রানের অসাধারণ ইনিংস।

গত মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন যশস্বী। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। তবে লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এবারই লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হওয়া যশস্বী ৫ ম্যাচে পেয়েছেন তিন সেঞ্চুরি, যার একটিকে নিয়ে গেছেন ডাবলে।

ঝাড়খণ্ডের বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে ১৫৪ বলে করেন ২০৩ রান। তাতে সবচেয়ে কম বয়সে ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন যশস্বী। রেকর্ড গড়া ইনিংসটি সাজিয়েছেন তিনি ১৭ বাউন্ডারি ও ১২ ছক্কায়।

বিজয় হাজারে ট্রফির এবারের আসরে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ঘটনা। গত সপ্তাহেই প্রতিযোগিতাটি প্রথম ডাবল সেঞ্চুরি দেখে সাঞ্জু স্যামসনের সৌজন্যে। কেরেলার হয়ে গোয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি ২১২ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ডাবলে রূপ দিয়েছিলেন স্যামসন।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন যশস্বী। যার মধ্যে আন্তর্জাতিক ওয়ানডেতে পাঁচটি: তিনবার রোহিত শর্মা, আর একবার করে করেছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। এছাড়া শিখর ধাওয়ান ২৪৮ রানের ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে। ক্রিকইনফো