‘প্রক্সি অধিনায়ক’ নিয়েও টস হারলেন দু প্লেসি! (ভিডিও)

ফাফ দু প্লেসি টস করতে নিয়ে গিয়েছিলেন ‘প্রক্সি অধিনায়ক’ তেম্বা বাভুমাকেটস হারতে হারতে ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলেন ফাফ দু প্লেসি। একে ভারতের বিপক্ষে হারের ধাক্কা, এর ওপর টসও আসছিল না পক্ষে— দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হতাশা কাটাতে নতুন পথ খুঁজে বের করলেন। রাঁচি টেস্টে টস করতে দু প্লেসি সঙ্গী করে নিয়ে গেলেন ‘প্রক্সি অধিনায়ক’। তাতেও কাজ হলো না। তৃতীয় টেস্টের টসেও হারলেন প্রোটিয়া অধিনায়ক!

টেস্ট ম্যাচে টস অনেক বড় ভূমিকা রাখে। সেখানে উপমহাদেশে টস ভাগ্য কিছুতেই সঙ্গে আসছে না দু প্লেসির। এশিয়াতে টানা নয়বার টস হারায় ভাগ্য ফেরাতে ‘প্রক্সি অধিনায়ক’ হিসেবে তেম্বা বাভুমাকে সঙ্গী করে নিয়ে গিয়েছিলেন তিনি টস করতে। এরপরও আগের ভাগ্যই বরণ করতে হয়েছে দু প্লেসিকে। টানা দশবার টস হারলেন তিনি উপমহাদেশে।

টস জয়ী ভারত অধিনায়ক বিরাট কোহলি অসহায় দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে দেখে মুচকি হাসলেন। আর এশিয়ায় টানা দশম টস হারের পর দু প্লেসির বক্তব্য ছিল, ‘এতে স্পষ্ট হলো কোনও মানে নেই এটার (প্রক্সি অধিনায়ক দিয়ে টস জেতার)।’

‘প্রক্সি অধিনায়ক’ তত্ত্বে সমালোচনার মুখে পড়েছেন দু প্লেসি। টুইটারে তাকে নিয়ে চলছে নানা রসিকতা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ নিজেও ‘অসন্তুষ্ট’ দু প্লেসির এই সিদ্ধান্তে। স্মিথ বলেছেন, ‘অদ্ভুত একটি মুহূর্ত, তবে এটা আমার জন্য কষ্টেরও। এতে বোঝা যায় দক্ষিণ আফ্রিকা দলের মানসিক অবস্থাটা কী। দৃশ্যটা মোটেও ভালো লাগেনি আমার।’

ভারত সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে নেমেছে তারা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে।