বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগের দিন স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে স্বাগতিকদের। চোট পেয়ে ছিটকে গেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তার জায়গায় ফাস্ট বোলার আব্বাস আফ্রিদিকে নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পেসার ওয়াসিম সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাইড স্ট্রেইনের চোটে আক্রান্ত হন। যথা সময়ে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও সেটা হয়নি।
ওয়াসিমের বদলে জায়গা পাওয়া আব্বাস পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০টি। নিয়েছেন ৩৩টি উইকেট। এই পিএসএলের অন্যতম পারফর্মারও ছিলেন। ১৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
অবশ্য ২১ মে যখন শুরুর স্কোয়াড ঘোষণা করা হয়, আব্বাস আফ্রিদিকে বাদ দেওয়ায় সেটা প্রশ্নের জন্ম দিয়েছিল। কারণ তাতে উল্লেখ ছিল পিএসএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল ঘোষণা করেছে তারা। অথচ সেখানেই শুরুতে বঞ্চিত হন আব্বাস। তখন ১০ ম্যাচে তার উইকেট ছিল ১৭।
অপর দিকে, ওয়াসিম একই টুর্নামেন্টে ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তাছাড়া ২০২৪ সালের জানুয়ারির পর পাকিস্তানের হয়েও খেলেননি তিনি। আব্বাস আফ্রিদি অবশ্য মার্চের নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন।