X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মিরপুরে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে প্রোটিয়া বোলারের হাতাহাতি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৩:২৬আপডেট : ২৮ মে ২০২৫, ১৩:২৬

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের চার দিনের ম্যাচ। সেখানেই ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা! সাধারণত ক্রিকেটারদের মধ্যে তর্কাতর্কির ঘটনাই ঘটে বেশি। তবে এবার সেটাও ছাড়িয়ে গেছে। বুধবার মিরপুর শেরে বাংলা সেই অনভিপ্রেত ঘটনার জন্ম দিয়েছেন বাংলাদেশের রিপন মন্ডল ও দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনটুলি।

ঘটনাটি বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসের ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বোলার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলে ছক্কা হাঁকান রিপন। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনটুলি, শুরুতে তাকে ধাক্কা দেন। রিপনকে বারবার ক্রিজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।  এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন প্রোটিয়া এই পেসার। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে।

যদিও পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আম্পায়ারদের সামনেই দ্বিতীয়বারের মতো রিপনের হেলমেট ধরে জোর করে টানার চেষ্টা করেন প্রোটিয়া পেসার। দুই দফায় আম্পায়ারদের প্রচেষ্টায় দু’জনকে আলাদা করা গেলেও এনটুলির উত্তেজনা তখনও কমেনি।  এক হাতে ইঙ্গিত করতে করতে রিপনের দিকে কিছু বলতে থাকেন তিনি। ক্রিকেট মাঠে এমন আচরণ নিঃসন্দেহে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও স্পোর্টসম্যানশিপকে প্রশ্নবিদ্ধ করে।

মাঠের ঘটনা নিয়ে ম্যাচ রেফারি সেলিম শাহেদ জাতীয় একটি পত্রিকাকে বলেছেন, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এর বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। এখন তাই কী হবে বলা যাচ্ছে না।’

ঘটনার পরে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেছেন রিপন। যদিও লাঞ্চের পর এসে এনটুলির বলেই আউট হন তিনি। আউট হওয়ার আগে খেলেন ৪৩ রানের ইনিংস। সবমিলিয়ে বাংলাদেশ ইমার্জিং দল ৩৭১ রান করেছে। রিপনকে স্ট্যাস্পিংয়ের ফাঁদে ফেলে আউট করার পর অবশ্য খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি প্রোটিয়া এই পেসারকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বুলবুলের বোর্ড সভাপতি হওয়ার ক্ষেত্রে বাধা কোথায়?
আমি পদত্যাগ করবো না: ফারুক আহমেদ
হারের কারণ হিসেবে ইন্টেন্টের অভাব দেখছেন বাংলাদেশের স্পিন কোচ
সর্বশেষ খবর
গণভ্যুত্থানে আহতদের ফাস্ট ট্র্যাক চিকিৎসা ও ওষুধ সরবরাহের নির্দেশ
গণভ্যুত্থানে আহতদের ফাস্ট ট্র্যাক চিকিৎসা ও ওষুধ সরবরাহের নির্দেশ
জুলাই আন্দোলন-কেন্দ্রিক আরেক হত্যা মামলা, আসামি ৩০৬ জন
জুলাই আন্দোলন-কেন্দ্রিক আরেক হত্যা মামলা, আসামি ৩০৬ জন
ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে ক্রীড়া পরিষদকে ৮ পরিচালকের চিঠি
ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে ক্রীড়া পরিষদকে ৮ পরিচালকের চিঠি
হার্ট ল্যাম্প ।। বানু মুশতাক
গল্পহার্ট ল্যাম্প ।। বানু মুশতাক
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
‘চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী’
‘চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবক ছাত্র শিবিরের কর্মী’