ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোচিংয়ে ওয়ালশ

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অনুশীলনে কোর্টনি ওয়ালশখুব বেশি দিন ‘বেকার’ থাকলেন না কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন চ্যালেঞ্জে এই কিংবদন্তি পেসার। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

২০১৯ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর কোচিং স্টাফদের বেশিরভাগের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ালশের সঙ্গে নতুন চুক্তি না করায় বাংলাদেশ অধ্যায় শেষ হয় তার। বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিং কোচ হিসেবে কাজ করলেও ওয়েস্ট ইন্ডিজ নারী দলে তিনি সহকারী কোচের ভূমিকায়।

অন্তর্বর্তী কোচিং স্টাফ দিয়ে চলছে ক্যাবিবিয়ান নারী ক্রিকেট দল। এই দলে অন্তর্বর্তী প্রধান কোচ গাস লোগির সহকারী হিসেবে কাজ করবেন ওয়ালশ।

নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত সাবেক ক্যারিবিয়ান পেসার, ‘বোলারদের নিয়েই বেশি কাজ করার ইচ্ছা আমার। একই সঙ্গে মেয়েদের ‍পারফরম্যান্সকে একসুতোয় বাঁধতে চাই। গাসের (লোগি) সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। খেলোয়াড়ি জীবনে আমরা একই দলের হয়ে খেলার সুযোগ পায়নি।’

বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কাজ করার অভিজ্ঞতা ছিল ওয়ালশের। ক্যারিবিয়ানদের নির্বাচকের ভূমিকায় ছিলেন সাবেক এই পেসার। ক্রিকইনফো