ঢাকা মেট্রো ও সিলেটের ইনিংস ব্যবধানে জয়

ঢাকা মেট্রোর জয়ের নায়ক সাদমান ইসলামজাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরের চতুর্থ রাউন্ড জিততে তাদের লেগেছে তিন দিনেরও কম সময়। আজ (সোমবার) ঢাকা মেট্রো ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে চট্টগ্রামকে। আর সিলেট ইনিংস ও ৩২ রানে জয় পেয়েছে বরিশালের বিপক্ষে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রথম ইনিংসে করা ৪০৩ রান দুই ইনিংস মিলিয়েও টপকাতে পারেনি স্বাগতিকরা। ৯১ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৮ রানে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম দ্বিতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ৯৬ রানে। তৃতীয় দিনের শুরুতেই তারা হারায় হাফসেঞ্চুরিয়ান পিনাক ঘোষকে (৫৭)। এরপর অধিনায়ক ইয়াসির আলী (৬৬), তাসামুল ইসলাম ৩৯) ও নাঈম হাসান (২৮) চেষ্টা করলেও চট্টগ্রামের ইনিংস ব্যবধানে হার ঠেকাতে পারেননি।

ঢাকা মেট্রোর সবচেয়ে সফল বোলার শহীদুল ইসলাম। এই পেসার ২৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও শরিফউল্লাহ। ম্যাচসেরা হয়েছেন ঢাকা মেট্রোর সাদমান ইসলাম। এই ওপেনার খেলেছিলেন ১৭৮ রানের ঝলমলে ইনিংস।

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে সিলেটের প্রথম ইনিংসে করা ৩২২ রান দুই ইনিংসেও টপকাতে পারেনি বরিশাল। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল ১৬২ রানে। আর দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১২৮ রানে।

সিলেটের জয়ের নায়ক এবাদত হোসেন। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা এবাদতের সঙ্গে স্পিনার নাসুম আহমেদের মাত্র ৫ রান দিয়ে পাওয়া ৪ উইকেটে ইনিংস ব্যবধানে জয় পায় সিলেট।

ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে বরিশালের সর্বোচ্চ রান আসে সোহাগ গাজীর (৩৭) ব্যাট থেকে। ৩২ রান করেছেন শাহরিয়ার নাফীস।