অশ্বিন-জাদেজাকে মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ: মিঠুন

মোহাম্মদ মিঠুনভারতের শক্তিশালী বোলিং আক্রমণ ঠেকাতে কাজ করছে বাংলাদেশ, বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভাবছে তারা। এজন্য ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির শরণাপন্ন হচ্ছেন ব্যাটসম্যানরা, এমনটাই জানালেন টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

মোহাম্মদ স্যামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মার পেস আক্রমণই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু মিঠুনের মতে, আরও বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবেন দুই স্পিনার অশ্বিন ও জাদেজা।

মঙ্গলবার অনুশীলনের ফাঁকে মিঠুন বলেছেন, ‘তাদের বোলিং আক্রমণ কত শক্তিশালী সেটা আমরা সবাই জানি। তাদের স্পিনারদের কীভাবে মোকাবিলা করা যায় সেটা নিয়ে কাজ করছি আমরা। প্রথম দুই দিন ব্যাটিংবান্ধব উইকেট থাকবে। কিন্তু এরপর প্রতিপক্ষকে চেপে ধরতে তাদের স্পিনাররা বড় ভূমিকা রাখবে। তাদের কীভাবে ঠেকানো যায় সেটায় ফোকাস ধরে রেখে আমরা কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।’

তবে সেগুলো গোপন রাখছেন মিঠুন। ভারতীয় স্পিনারদের মোকাবিলায় ম্যাকেঞ্জি সহায়ক ভূমিকা রাখবেন মনে করেন তিনি, ‘টেকনিক্যাল ব্যাপারগুলো ড্রেসিংরুমের মধ্যেই আছে।’ এই সিরিজে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা বোকামি হবে মনে করেন এই ব্যাটসম্যান, ‘তাদের দুর্বলতা খোঁজার চেয়ে আমাদের শক্তিতে বেশি ফোকাস করছি। কারণ তাদের মাটিতে কোনও দল ভালো করতে পারেনি। আমরা এখানে ভালো করতে চাই। অবশ্যই সেটা সহজ হবে না। কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস