রংপুরকে সহজেই হারালো কুমিল্লা

কুমিল্লার জয়ের নায়ক দাসুন শানাকা (ডানে)দারুণ জয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো কুমিল্লা ওয়ারিয়র্স। আজ (বুধবার) দিনের দ্বিতীয় খেলায় রংপুর রেঞ্জার্সকে সহজেই হারিয়েছে তারা। দাসুন শানাকার ঝড়ো হাফসেঞ্চুরির পর বোলারদের চমৎকার পারফরম্যান্সে কুমিল্লা পেয়েছে ১০৫ রানের বড় জয়।

অধিনায়ক শানাকার হার মানা ঝড়ো ৭৫ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা ৭ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৭৩ রান। এই লক্ষ্যে আল-আমিন হোসেন (৩/১৪), সানজামুল ইসলাম (২/৪) ও সৌম্য সরকারের (২/১২) দুর্দান্ত বোলিংয়ে ১৪ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় রংপুর।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা কুমিল্লার শুরুটা ভালো না হলেও বড় স্কোর গড়ে শানাকা ঝড়ে। শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান মাত্র ৩১ বলে ৩ বাউন্ডারি ও ৯ ছক্কায় অপরাজিত থাকেন ৭৫ রানে। ২৬ রান করেন সৌম্য, আর ২৫ রান আসে ডেভিড মালানের ব্যাট থেকে।

রংপুরের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন সঞ্জিত সাহা, মোস্তাফিজুর রহমান ও লুইস গ্রেগরি।

১৭৪ রানের লক্ষ্যে দাঁড়াতেই পারেনি রংপুর। মাত্র তিন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। সর্বোচ্চ ১৭ রান ‍আসে মোহাম্মদ নাঈমের ‍ব্যাট থেকে। ১৩ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। ‍আর ১১ রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।