টেস্টে ৭ হাজারি ক্লাবে ওয়ার্নার

৭ হাজার রান করেছেন ওয়ার্নারপাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের ব্যাটে ছিল রানের ফোয়ারা। গ্যাবায় ১৫৪ ও অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রান করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ার্নারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শনিবার পার্থ টেস্টের তৃতীয় দিন একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি।

১২তম অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ার্নার টেস্টে ৭ হাজার রানের ক্লাবে যোগ দিলেন ওয়ার্নার। টিম সাউদিকে ডিপ পয়েন্ট দিয়ে চার মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের এই অর্জন ঘোষণার সঙ্গে সঙ্গে পার্থ স্টেডিয়ামের দর্শকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

৬ হাজার ৯৪৭ রান নিয়ে এই ইনিংস খেলতে নামেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে করেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে ১০ রান করতেই নতুন মাইলফলকে নাম লিখেন তিনি। ১৯ রানে বিদায় নেওয়ার পর ৮২ টেস্টে তার রান ৭ হাজার ৯ রান।

অস্ট্রেলিয়ার পঞ্চম দ্রুততম ৭ হাজার রান করেছেন ওয়ার্নার। ১৫১ ইনিংসে এই কীর্তি গড়ে গ্রেগ চ্যাপেলের পাশে বসেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই অর্জন করেন স্টিভেন স্মিথ, সবচেয়ে কম ইনিংস খেলে। ১২৬ ইনিংসে অস্ট্রেলিয়ার দ্রুততম ৭ হাজার রানের মালিক হন সাবেক অধিনায়ক।