রংপুরের কেউই সংবাদ সম্মেলনে আসতে চান না!

সতীর্থদের অনীহায় আরাফাত সানি এসেছেন সংবাদ সম্মেলনেটানা চার ম্যাচ হারের পর চট্টগ্রামে শেষ ম্যাচ জিতে হারের বৃত্ত ভেঙেছিলো রংপুর রেঞ্জার্স। কিন্তু ঢাকায় ফিরে আবারও হারতে হয় খুলনা টাইগার্সের কাছে। তবে সোমবার সিলেট থান্ডারকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে তারা শেন ওয়াটসনের নেতৃত্বে। কিন্তু রংপুরের জয়ের পর অদ্ভুত এক তথ্য দিলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। দলটির কেউই নাকি সংবাদ সম্মেলনে আসতে চান না!

জয়ের পর সচরাচর সংবাদ সম্মেলনে আসেন ম্যাচ সেরা ক্রিকেটার। কিন্তু এদিন সময় গড়িয়ে গেলেও দেখা নেই রংপুরের জয়ের নায়ক মোস্তাফিজুর রহমানের। এই ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট। সিলেট যে ১৩৩ রানে আটকে গেল তাতে মূল ভূমিকাই তার। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। কিন্তু ম্যাচ শেষে  আধঘণ্টা পেরিয়ে গেলেও মোস্তাফিজ আসেননি। যিনি এলেন তিনি সানি। ম্যাচে বড় ভূমিকা রাখতে পারছেন না। তবু কদিন ধরেই সংবাদ সম্মেলন সামলাচ্ছেন তিনি!

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, ‘মোস্তাফিজ কোথায়?  আপনিই কি রংপুরের মিডিয়া সামলাচ্ছেন?’ হাসতে হাসতে সানির উত্তর, ‘কেউ আসতে চায় না। কেন আসতে চায় না, এটা তাদের জিজ্ঞেস করেন। পছন্দ করে না হয়তো আপনাদের।’

সানি রসিকতা করে উত্তর দিলেও বোঝা যায় রংপুর রেঞ্জার্সের তাঁবুতে সুখ নেই। নানা কারণে রংপুর রেঞ্জার্সের সংসারে আগুন জ্বলছে। চেইন অব কমান্ড ভেঙে গেছে। রংপুর ৭ ম্যাচে খেলেছে তিন অধিনায়কের নেতৃত্বে। প্রথম চারটি ম্যাচে অধিনায়ক ছিলেন মোহাম্মদ নবী, পঞ্চম ম্যাচে ইংলিশ ক্রিকেটার টম ওবেলের নেতৃত্বে প্রথম জয়। ঢাকায় ষষ্ঠ ও সপ্তম ম্যাচে অধিনায়ক অস্ট্রেলিয়ান ওয়াটসন। শুধু সাত ম্যাচে তিন অধিনায়ক বদল নয়, একাদশ গঠন নিয়েও আছে অস্বস্তি। সব মিলিয়েই রংপুর রেঞ্জার্স শিবির এলোমেলো।

সানি অবশ্য মনে করেন দল হারের মধ্যে থাকাতেই নানা প্রশ্ন উঠছে, ‘দল জয়ের বাইরে থাকলে সব সময়ই অগোছালো মনে হয়। যখন উইনিং মোমেন্ট চলে আসে, তখন সব গোছানো হয়ে যায়। আমাদেরও সেটাই হয়েছে। হারলে সবারই একটু মন খারাপ থাকে। জয়ের স্বাদ পাওয়া খুব দরকার ছিল আমাদের। বাকি ম্যাচগুলোতে চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখতে। ’

হারের বৃত্ত ভেঙে উচ্ছ্বসিত রংপুরের স্পিনার, ‘জয়ের মুহূর্ত সবসময় সুখের। আমরা যে ম্যাচগুলো খেলেছি মোমেন্টামটা ধরতে পারছিলাম না। আজকের শুরুটা যেহেতু ভালো ছিল, ম্যাচটি জেতা সহজ হয়েছে।’