বিসিবির অনীহায় ভারতের ষড়যন্ত্র দেখেন কুরেশি

মাহমুদ শাহ কুরেশিজানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। টি-টোয়েন্টি খেলতে আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের আপাতত টেস্ট খেলার ইচ্ছে নেই। কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অনেক ক্রিকেটারই সেখানে যেতে চাইছেন না। তার এমন মন্তব্যের পর পাকিস্তান জুড়ে তোলপাড়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ শাহ কুরেশি ভারতকে দায়ী করছেন এ ব্যাপারে।

পাকপ্যাশন নামে একটি ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। মনে হচ্ছিল তারা সফরের জন্য প্রস্তুত ছিল। কিন্তু আমার সন্দেহ, ভারত চাপ প্রয়োগ করে বাধা দিচ্ছে তাদের।’

বাংলাদেশকে আরেকটু ‘স্বাবলম্বী’ হওয়ার পরামর্শ দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই সফর নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশের। ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতেই পারে। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এ ধরনের রাজনীতির সঙ্গে তাদের না জড়ানোই উচিত।’