প্রথম নিউজিল্যান্ডার ও সপ্তম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন কার্টার। যুবরাজ সিং (২০০৭), রস হোয়াইটলি (২০১৭) ও হযরতউল্লাহ জাজাইয়ের (২০১৮) পর টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি ২৫ বছর বয়সীর। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রী এবং ওয়ানডেতে হার্শেল গিবস ওভারের ছয়টি বলই সীমানা পার করেন শূন্যে ভাসিয়ে।
৭ উইকেট হাতে রেখে ৩০ বলে ৬৪ রান দরকার ছিল ক্যান্টারবুরি। অপেক্ষা বাড়াননি কার্টার। ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার অ্যান্টন ডেভচিচকে টানা ছয়টি ছয় মারেন। হ্যাগলি ওভালে লেগ সাইডে চমৎকার কয়েকটি শটে এ কীর্তি গড়েন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৪১.৩৭!
২৯ বলে ৩টি চার ও ৭টি ছয়ে সাজানো ছিল কার্টারের অপরাজিত ৭০ রানের ইনিংস। ২২ ইনিংসে এটি তার প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। ২০১৪ সালে ক্যান্টারবুরির হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয়। ২৫টি প্রথম শ্রেণির, ২০টি লিস্ট ‘এ’ ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছয় ছক্কা হাঁকিয়ে কার্টার অভিভূত, ‘আমি শুধু চেয়েছিলাম যতটা জোরে বল মারা যায়। বাউন্ডারি কিছুটা ছোট ছিল, এজন্য ধন্যবাদ।'