রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শুরু

বাংলাদেশব্যাটিং ব্যর্থতায় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে পাকিস্তানের ইনিংস শুরুর জন্য আবার মাঠেও নামা হয়েছিল। কিন্তু আলোর স্বল্পতায় দিনের শেষের ঘোষণা আসে। পাকিস্তান তাই আজ (শনিবার) দ্বিতীয় দিনে শুরু করেছে তাদের প্রথম ইনিংস। নেমেছেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংস মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতার ছবি ভেসে উঠেছে আরেকবার। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মাহমুদউল্লাহ কিংবা লিটন দাস ভালো শুরু করে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও হতাশা বাড়িয়ে গেছেন।

ব্যতিক্রম ছিলেন কেবল মিঠুন। পরিস্থিতির দাবি মিটিয়ে একপ্রান্ত আগলে রেখে চমৎকার ইনিংস খেলেছেন তিনি। ১৪০ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৩ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। যোগ্য সঙ্গ পেয়েছিলেন লোয়ার অর্ডারের তাইজুল ইসলামের কাছ থেকে। সপ্তম উইকেটে তাদের ৫৩ রানের জুটিতেই বাংলাদেশের সংগ্রহ ২৩৩ পর্যন্ত গিয়েছে।