এক শাস্তি এড়ালেও ‘অজানা কারণে’ নিষিদ্ধ উমর

উমর আকমলকয়েক দিন আগে ফিটনেস পরীক্ষায় ট্রেইনারের সঙ্গে বাজে আচরণ করেও পার পেয়েছিলেন উমর আকমল। তবে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ ভাঙায় নিষিদ্ধ হলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে বৃহস্পতিবার মাঠে নামার কথা ছিল উমরের। কিন্তু পিসিবি তাকে নিষিদ্ধ করলো কয়েক ঘণ্টা আগে। বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিটের চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে থাকতে হবে উমরকে।

পাকিস্তানি ব্যাটসম্যানের অপরাধ কী, সেটা জানায়নি পিসিবি। উমরের বদলি খেলোয়াড় চেয়ে কোয়েটা আবেদন করতে পারবে জানিয়েছে বোর্ড।

পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘পিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার ৪.৭.১ অনুচ্ছেদ অনুযায়ী তাৎক্ষণিকভাবে আজ থেকে উমর আকমলকে নিষিদ্ধ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার মানে পিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। এটা একটি চলমান তদন্ত, এ ব্যাপারে পিসিবি আর কোনও মন্তব্য করবে না।’

উল্লেখ্য যে, ২০১৯ সালের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগের সময় উমর ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে রিপোর্ট করেন তিনি।

সম্প্রতি লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টের সময় ট্রেইনারের সঙ্গে অশোভন আচরণ করেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। এ নিয়ে তদন্ত শেষে বোর্ড জানায়, ভুল বোঝাবুঝি হয়েছিল। তাতে উমরকে শাস্তি পেতে হয়নি। কিন্তু কোনও এক অজানা কারণে এবার নিষিদ্ধই হলেন।