টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Untitledজিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের শততম আন্তর্জাতিক ম্যাচটি।

বাংলাদেশ নেমেছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে আবু জায়েদ ও ইবাদত হোসেন। আর স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান।

টেস্ট ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ ছয় টেস্টের সবক’টিতে হেরেছে মুমিনুল-তামিমরা। এর মধ্যে ৫টিতে আবার ইনিংস ব্যবধানে হার! তাই হারের বৃত্ত থেকে বেরোতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না স্বাগতিকেরা।

নতুন অভিযানে নামার আগে আফ্রিকার দেশটির বিপক্ষে পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে। সাম্প্রতিক ইতিহাস বেশ সমৃদ্ধ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ পাঁচ টেস্টের চারটিতেই জয় পেয়েছে স্বাগতিকেরা। যদিও ঘরের মাঠে আগের সিরিজে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে হারের লজ্জায় ডুবতে হয়েছিল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), ক্রেগ আর্ভিন (অধিনায়ক), টিমাইসেন মারুমা, ব্রেন্ডন টেলর, ভিক্টর নায়াউচি, এইন্সলি এনদোলভু, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা।