রাজশাহীতে শুরু বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল

রাজশাহীতে শুরু হলো কার্নিভাল ক্রিকেটরাজশাহীতে বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করা হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে মুজিবর্ষ উপলক্ষে ট্রফির উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।



রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় গ্রেট লিডার ৬ উইকেটে হারায় সুপার হিরোকে। টস জিতে গ্রেট লিডার অধিনায়ক আবু সালেহ মো. ফাত্তাহ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সুপার হিরোকে। নির্ধারিত ২০ ওভারে সুপার হিরো ৫ উইকেটে ১৩৩ রান করে। দলের পক্ষে সোহান ৩৬ ও মিলন ২৩ রান করেন। গ্রেট লিডারের ডলার ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গ্রেট লিডার ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান করে। দলের পক্ষে বাপ্পি অপরাজিত ৪১ ও রাজিব অপরাজিত ৩৫ রান করেন। সুপার হিরোর মাহি ও সোহেল ১টি করে উইকেট নেন।

খেলা শেষে ম্যাচসেরার ট্রফি তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক লুৎফর রহমান।
দিনের অন্য খেলায় ডায়নামিক কিং ৬ উইকেট হারায় দ্য ফাইটারকে। টস জিতে ডায়নামিক কিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২২ রান করে দ্য ফাইটার। দলের পক্ষে আহসান হাবীব অপু ২৭ ও সুমন ১৭ রান করেন। ডায়নামিক কিংয়ের রানা ৪ রানে ২টি উইকেট নেন।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ডায়নামিক কিং। দলের পক্ষে আযম অপরাজিত ৪১ ও আশিক ১৯ রান করেন। দ্য ফাইটারের রাজু ও সৌরভ একটি করে উইকেট নেন। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার আযমকে দেন রাজশাহী দলের সাবেক ক্রিকেটার আশরাফুল ইসলাম রানা।