কোহলির সমালোচকের সমালোচনায় টিউডর

300795মানুষ কারো সাফল্যকেই সব সময় আঁকড়ে বসে থাকে না। ব্যর্থতার চোরাবালিতে আপনার পা একটু পড়েছে কি আপনাকে প্রস্তুত থাকতে হবে সমালোচনার কাঁটার জন্য। বিরাট কোহলি এখন যেমন বিদ্ধ হচ্ছেন সেই কাঁটায়।

চলমান নিউজিল্যান্ড সফরে রানখরায় ভুগছেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হারা ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ২ ও ১৯ রান করেছেন বিরাট কোহলি। সীমিত ওভারের ক্রিকেট সিরিজেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের যে চারটিতে খেলেছেন, রান করেছেন ৪৫, ১১, ৩৮ এবং ১১। ৩-০ ব্যবধানে পরাজিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ৯, ১৫ এবং ৫১। এ পর্য়ন্ত ৯টি আন্তর্জাতিক ইনিংসে তার রান মাত্র ২০১।

১০ উইকেটে ওয়েলিংটন টেস্ট হারের পর ড্যানিয়েল আলেক্সান্ডার নামের একজন টুইটার ব্যবহারকারী ভারতীয় অধিনায়কের পারফরম্যান্সকে কটাক্ষ করে লিখেছেন ‘অতিমূল্যায়িত’।

“১৯, ২, ১৫, ৫১, ১১, ৩৮, ১১, ৪৫- ২০২০ নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলির স্কোর ( তিন ফরম্যাট মিলিয়ে). # ক্রিকেট

ইনিংস ৯

রান ২০১

গড় ২২.৩৩

৫০-১

*স্টিভ স্মিথ, বাবর আজম এবং কেন উইলিয়ামসন সব ফরম্যাটের সেরা তিন ব্যাটসম্যান এবং যেকোনও কন্ডিশনেই রান করতে পারেন। কোহলি অতিমূল্যায়িত’- টুইট করেছেন ওই টুইটার ব্যবহারকারী।

তবে এই দু:সময়েও কোহলি আন্তর্জাতিক অঙ্গনে একেবারে সমর্থকশূন্য নন। কোহলি ইংল্যান্ডের সাবেক পেসার অ্যালেক্স টিউডরের চোখে সব সময়ই ‘গ্রেটম্যান’। কোহলির হয়েই যেন ওই টুইটের জবাব দিয়েছেন টিউডর, ‘আপনিই অতিমূল্যায়িত যে কিনা তার টাইমলাইনে হিট বাড়ানোর আশায় থাকে। একটা খারাপ ট্যুর আর তাতেই মানুষ এই গ্রেটম্যানের ওপর হামলে পড়েছে।’

এদিকে কোহলি প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে অতি সতর্ক হয়ে খেলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তার ব্যাটসম্যানদের। ম্যাচের শেষে পুরস্কার বিতরণীতে কোহলি বলেছেন, ‘আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে যে ভাষাটা আমরা ব্যবহার করেছি, সেটি ঠিক করতে হবে। আমার মনে হয় না অতি সতর্কতা এবং উদ্বেগ আমাদের সাহায্য করে। কেননা এতে আপনি শট খেলা বন্ধ করে দেন।’

“এরকম কন্ডিশনে এমনকি সিঙ্গেলসও নিতে কষ্ট হলে আপনার নিজেকে নিয়েই সংশয় জাগবে, আপনি তখন কি করবেন? আপনি অপেক্ষা করতে থাকবেন কখন ভালো বলটি আসবে এবং আপনি একসময় আউট হয়ে যাবেন। আপনি হয়তো মেনেও নেবেন যে ঠিক আছে আমি তো ভালো বলেই আউট হয়েছি। তবে আমি অন্তত ওভাবে খেলি না”- আরও যোগ করেছেন কোহলি।