সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দেখা যাবে ১০০ টাকায়

bangladesh-vs-zimbabwe-1টেস্টে জয়খরা কাটিয়ে বাংলাদেশ এবার ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। তিন ম্যাচের সিরিজ হবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১ মার্চ হবে প্রথম ওয়ানডে। দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকা খরচ করলেই মাশরাফি মুর্তজাদের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবেন।

আজ শুক্রবার এ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন দামে দুই ধরনের গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা। নয়নাভিরাম গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা করে।

ইস্টার্ন গ্যালারির দাম ধরা হয়েছে ১৫০ টাকা। ৩০০ টাকা দিলেই ক্লাব হাউজে বসে খো দেখা যাবে। আর সর্বোচ্চ টিকিটের দাম এক হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

আগামী রবিবার প্রথম ম্যাচ হবে বেলা ১টায়। একই সময়ে হবে দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ। দুই দিন বিরতি দিয়ে ৬ মার্চ হবে তৃতীয় ও শেষ ওয়ানডে, ওই দিন খেলা হবে বেলা ২টায়।