তবুও জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক বাংলাদেশ

বাংলাদেশপ্রথম টি-টোয়েন্টি বড় ব্যবধানে জিতলেও শেষ ম্যাচে আফ্রিকান দলটিকে নিয়ে সতর্ক বাংলাদেশ।

টেস্ট ও ওয়ানডের পর বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার। আগামীকাল (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ হবে সফরকারীরা।

আজ (মঙ্গলবার) দুই দলের কেউই অনুশীলন করেনি। বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার কেবল জিমে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরেছেন। টিম হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন সামলেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান।

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি নিয়ে মেহেদী বলেছেন, ‘(হোয়াইটওয়াশ) করতে পারব কিনা সেটা নির্ভর করছে আগামীকাল আমরা কেমন খেলি তার ওপর। যেহেতু এখানে আমাদের প্রায় সবকিছু ভালো হচ্ছে, আমরাও চাইছি ভালো করতে। টেস্ট ও ওয়ানডে জেতার পর টি-টোয়েন্টিতে সব ম্যাচ জেতার আত্মবিশ্বাস আমাদের আছে।’

প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের বড় জয় পেলেও শেষ ম্যাচটি নিয়ে সতর্ক বাংলাদেশ, সেটিই বলে গেলেন মেহেদী, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনও সময় মোমেন্টাম পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে আগের ম্যাচটা থেকে আমরা বেশি সতর্ক ও মনোযোগী হয়ে খেলার চেষ্টা করব। যেহেতু উইকেটটা এখানে ভালো হচ্ছে, শেষ ম্যাচে ২০০ রান হয়েছে। কালকে অনেক বুদ্ধি করে বল করতে হবে, কারণ এটি টি-টোয়েন্টি ম্যাচ। আরও একটু হিসাব করে খেলতে পারলে ভালো হবে।’