শ্রীলঙ্কায় এইচপি দল পাঠাবে বিসিবি

বিসিবি লোগোকরোনার কারণে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাতিল হয়েছে। তামিম-মুশফিকরা তিন টেস্ট খেলতে যেতে না পারলেও হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডকে শ্রীলঙ্কায় পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি হতে পারে আগামী সেপ্টেম্বরে।

যদিও এই সফরটি আগেই চূড়ান্ত ছিল। আগের সূচি অনুযায়ী এইচপি দলকে দ্বীপ দেশটিতে পাঠাতে চায় বিসিবি। এজন্য দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সফর চূড়ান্ত হলে এইচপি দল যাবে হাম্বানতোতা। সেখানে আইসোলেশন শেষে ট্রেনিং শুরু করবে দল, এরপর নামবে মাঠের লড়াইয়ে।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই কোনও সিদ্ধান্ত আসবে।’

শুধু এইচপি নয়, জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও দুই বোর্ডের আলোচনা হচ্ছে। অক্টোবর-নভেম্বরের ফাঁকা সূচিতে তিন টেস্ট খেলার ব্যাপারে কথা বলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।