তাসকিনের ফেরার আনন্দ

তাসকিনবাসায় ফিটনেস ধরে রাখা কাজ করে গেছেন, গ্যারেজে বোলিং অনুশীলনও করেছেন, কিন্তু তাতে কি আর মাঠের অনুভূতি পাওয়া যায়! তাসকিন আহমেদ অপেক্ষায় ছিলেন মাঠে ফেরার। অবশেষে ‘ঘরবন্দি জীবন’ থেকে বেরিয়ে ফিরছেন শেরেবাংলা স্টেডিয়ামে। আগামীকাল (বৃহস্পতিবার) শুরু তার মাঠের ক্রিকেট।

চলতি সপ্তাহ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন চারজন ক্রিকেটার। সেই সংখ্যা এখন ছয়ে উন্নতি হয়েছে। বৃহস্পতিবার সেখানে যোগ হচ্ছে তাসকিনের নাম।

বাসায় ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি গ্যারেজে বোলিং করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর বসিলাতে রানিং করতেও গিয়েছিলেন অভিষেকে ভারতের বিপক্ষে আলো ছড়ানো এই পেসার। দীর্ঘদিন পর আগামীকাল মিরপুরে ফিরছেন তিনি।

বিসিবির ব্যবস্থাপনায় তাসকিন শেরেবাংলা স্টেডিয়ামে রানিং শুরু করবেন। প্রথম দফায় ১১টা ৪০ থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত রানিং করবেন তরুণ এই ফাস্ট বোলার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দ্বিতীয় দফায় ১টা থেকে ১টা ৪৫ মিনিট আবার রানিং করবেন তিনি।

মাঠে ফিরতে পেরে দারুণ তৃপ্ত তাসকিন, ‘খুব ভালো লাগছে মিরপুরে ফিরতে পারছি। এই ভেন্যুটি আমাদের ক্রিকেটারদের জন্য অনেক বড় আবেগের জায়গা। এতদিন পর মাঠে অনুশীলন করবো, ভাবতেই আমি শিহরিত। যদিও একত্রিত হয়ে সবাই অনুশীলন করতে পারবো না। তবুও স্বস্তি যে অন্তত নিজেদের ঘরে যেতে পারছি।’