আজ (শনিবার) পর্দা উঠছে ২০২০ সালের আইপিএলের। করোনাভাইরাসের কারণে এবারের প্রতিযোগিতাটি হবে সংযুক্ত আরব আমিরাতে। এই আসরেও আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন পিটারসেন। খেলোয়াড়ি জীবনে অনেকবার ভারতে এসে সেখানকার ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। শিখেছেন যেমন অনেককিছু, তেমনি পেয়েছেনও।
তারই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এভাবে, ‘আইপিএল আমি ভীষণ ভালোবাসি। ভারত আমাকে যা দিয়েছে, সবই আমার খুব পছন্দের। সেই ২০০২ সালে, যখন প্রথমবার ভারতে এসেছিলাম, তখন থেকে এই যাত্রায় সঙ্গী হওয়া সবকিছু আমার ভালো লাগার। অর্থনৈতিকভাবে যেমন লাভবান হয়েছি, তেমনি আবেগী অনেক কিছু পেয়েছি। ভারতের কাছে আমি অনেক ঋণী।’
একসময় আইপিএল মাতিয়েছেন তিনি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে, ফ্র্যাঞ্চাইজিটি নাম পাল্টে এখন দিল্লি ক্যাপিটালস। দলটির জন্য এখনও তার ভালোবাসা অনেক। সে কারণেই পিটারসেন এবারের আইপিএলে শিরোপা দেখতে চান দিল্লির ঘরে, ‘এখনই ভবিষ্যদ্বাণী করতে পারবো না, তবে আমার হৃদয় চায় দিল্লি জিতুক, কারণ এই দলটাকে আমি ভালোবাসি।’
চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ (শনিবার) পর্দা উঠবে ২০২০ সালের আইপিএলের। আবুধাবির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।