যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব

সাকিব-২শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে সাকিব আল হাসানের খেলার সুযোগ ছিল। সেই লক্ষ্যে বিকেএসপিতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও করছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কোয়ারেন্টিন ঝামেলায় সিরিজটি স্থগিত হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

তার পারিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন সাকিব।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে থেকে সাকিবের স্ত্রী-সন্তানেরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মার্চের দিকে সাকিবও চলে যান যুক্তরাষ্ট্রে। এরপর গত মাসে দেশে ফিরে আসেন ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে। বিকেএসপিতে অনুশীলনও শুরু করে দিয়েছিলেন জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করে এক বছর নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার। লক্ষ্য ছিল, শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজটি আবারও স্থগিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব।

বাঁহাতি অলরাউন্ডার দেশে ফিরেছিলেন ২ সেপ্টেম্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিকেএসপিতে শুরু করেন অনুশীলন। প্রিয় দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে এক মাস অনুশীলন করেছেন তিনি।

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা উঠবে সাকিবের। জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছর নিষিদ্ধ হয়েছেন তিনি।