ফিরেই সাকিবের উইকেট

সাকিবের উইকেট উদযাপনগত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় পেরিয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ব্যাট-বলের লড়াইয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৪০৮ দিন পর নেমেই পেলেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেলেন উইকেট।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ সন্ধ্যায় মুখোমুখি হয়েছে জেমকন খুলনা-ফরচুন বরিশাল। এই ম্যাচের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে প্রেসবক্স প্রান্ত থেকে বোলিংয়ে আসেন খুলনার হয়ে খেলা সাকিব। ওই ওভারে আফিফ ও পারভেজ বেশ ভালোভাবেই সামাল দেন তাকে। প্রথম ওভারে সাকিব খরচ করেন ৩ রান। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট উদযাপন করেন তিনি। স্কয়ার লেগে খেলতে গিয়ে সাকিবের শিকারে পরিণত হন আফিফ। একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটাই তার প্রথম উইকেট।

দীর্ঘদিন পর খেলতে নামায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টির উদ্বোধনী দিনের সব আলো ছিল সাকিবকে ঘিরে। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। ৩০৮ ম্যাচে ৪ হাজার ৯৭০ রান ছাড়াও বল হাতে নিয়েছেন ৩৫৪ উইকেট। মঙ্গলবার সাকিবের সামনে হাতছানি ৫ হাজার রান ক্লাবে প্রবেশ করার। বোলিংয়ের পর ব্যাটিংয়ে নেমে এই কীর্তিও গড়ে ফেলতে পারেন বিশ্বসেরা এই ক্রিকেটার।