ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিসিবির ভাবনায় দুই ভেন্যু

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলেরজানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এই সফরের আগে দুই সদস্যের পর্যবেক্ষক দল আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসবে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাদের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিতের সঙ্গে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এই সিরিজের জন্য দুই ভেন্যু ভাবনায় রেখেছেন তারা। 

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যু পরিদর্শন করবেন ওয়েস্ট ইন্ডিজের দুই প্রতিনিধি। সবকিছু পর্যবেক্ষণ করে তাদের বোর্ডে রিপোর্ট করবেন তারা। সেই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সফর চূড়ান্ত করবে ক্যারিবিয়ান বোর্ড।

এ প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘২৮ তারিখ  দুইজন প্রতিনিধি আসছেন। একজন মেডিক্যালের, একজন সিকিউরিটি। ঢাকা এবং চট্টগ্রাম দুটো ভেন্যুতে যাবে ওরা। ওখানকার অবস্থা দেখে রিপোর্টটা দেবে।’ 

ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যু নিয়েই চিন্তা করছে বিসিবি। আকরাম বললেন, ‘দুইটা ভেন্যু করছি আমরা। এই অবস্থায় জন্য বেশি করতে পারছি না। ঢাকা এবং চিটাগং ভেন্যু সিলেক্ট করেছি। সেভাবেই আমরা এগোচ্ছি।’

তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। অবশ্য করোনা পরিস্থিতির কারণে একটি টেস্ট কমেও যেতে পারে। ম্যাচ কমলেও সিরিজ স্থগিত হওয়ার সম্ভাবনা দেখছেন না আকরাম, ‘কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো।’