ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তামিমদের কিটস পার্টনার ‘আকাশ’

একদিন আগে তামিম ইকবালদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মূল স্পন্সর হয়েছে বেক্সিমকো। পর দিন টাইগারদের কিটস পার্টনার হিসেবে ঘোষণা করা হয়েছে কোম্পানিটির কমিউনিকেশন ব্র্যান্ড আকাশের নাম। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের কিটস পার্টনার হিসেবে থাকবে ডিজিটাল স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠানটি।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আকাশ ডিটিএইচকে কিটস স্পন্সর হিসেবে ঘোষণা করেছে বিসিবি। 

শুধু আসন্ন সিরিজেই স্পন্সর হিসেবে থাকবে ওই দুটি প্রতিষ্ঠান। তবে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে টিম স্পন্সর হিসেবে সঙ্গী ছিল আকাশ।

সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।