শেষ দিন ৯ ওভার ব্যাট করেই ইংল্যান্ডের জয়

কাজটা আগের দিনই সেরে রেখেছিল ইংল্যান্ড। গল টেস্টে জেতার জন্য শেষ দিন প্রয়োজন ছিল মাত্র ৩৬ রান। অবশ্য আগের দিন ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলায় কিছুটা নড়বড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সফরকারীদের শিবিরে। কিন্তু শেষ দিন ৯.২ ওভার ব্যাট করেই প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

গত দিন ৭৪ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলেই উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। এম্বুলদেনিয়ার স্টাম্পে পড়া বল ছেড়ে দিয়ে ক্লিন বোল্ড হন ডম সিবলি (২)। এরপর এম্বুলদেনিয়ার পঞ্চম ওভারে অযথা মারতে গিয়ে ক্রলি ফেরেন ৮ রানে। এক ওভার পরে প্রথম ইংনিংসে ২২৮ রানের ঝমলমে ইনিংস খেলা জো রুটও রান আউটের শিকার হন।

তাই গুরুত্বপূর্ণ উইকেটগুলি হারিয়ে শেষ দিনে দৃঢ়চেতা কাউকে প্রয়োজন ছিল ইংলিশদের। সকালে যে দায়িত্বটা নেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ওভারে এম্বুলদেনিয়াকে চার মেরেই তার আভাসটা দেন তিনি। সঙ্গী অভিষেক হওয়া ড্যান লরেন্স সিঙ্গেলস নিয়ে খেলতে থাকেন। যা গতকাল বিকালের দিকে অসম্ভবই মনে হচ্ছিল।

এই দুজন মিলেই শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে অপরাজিত ৬২ রানের জুটি গড়েন। বেয়ারস্টো ৩৫ রানে অপরাজিত ছিলেন। আর অভিষিক্ত লরেন্সও দলের প্রয়োজনে অবদান রেখেছেন ২১ রানে অপরাজিত থেকে। ম্যাচসেরা জো রুট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৩৫ (চান্ডিমাল ২৮, ডম বেস ৫/৩০) ও ৩৫৯ (থিরিমান্নে ১১১,ম্যাথুজ ৭১; লিচ ৫/১২২)

ইংল্যান্ড: ৪২১ (রুট ২২৮; পেরেরা ৪/১০৯, এম্বুলদেনিয়া ৩/১৭৬) ও ৭৬/৩