প্রথম ম্যাচ থেকেই ডিআরএস

একদিন পরই দীর্ঘ বিরতি শেষে মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই। সিরিজ শুরু হওয়ার আগে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ডিআরএস পরিচালনায় যে ইঞ্জিনিয়ার আসবেন, তার কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতার কারণে সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত সেটি কেটে গেছে।

সোমবার সন্ধ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত হয়ে গেছে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে থেকেই থাকছে ডিআরএস। তিন ওয়ানডেতে ডিআরএস পরিচালনায় থাকবেন হেনরি এলিসন।

লন্ডন থেকে এসেছেন এই ইঞ্জিনিয়ার। ইংল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি ভালো না থাকায় নতুন নিয়ম অনুযায়ী, ওই দেশে থেকে আসা সবার চার দিনের আইসোলেশন বাধ্যতামূলক করেছে সরকার। এ কারণে প্রথম ওয়ানডেতে ডিআরএস না থাকার শঙ্কা জন্মেছিল।

আর সেটি ফুটে উঠেছিল গুলশানে টিভি স্বত্ব ঘোষণার অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্যে, ‘ডিআরএস অবশ্যই থাকবে। তবে ডিআরএসের ক্ষেত্রে একটি ইস্যু হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। আপনারা জানেন যে ইংল্যান্ড ফেরতদের জন্য কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন আইসোলেশনে থাকতে হবে। অর্থাৎ সরকারি আইসোলেশনে থাকতে হবে ৪ দিন। আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে পারবে।’

জালাল ইউনুস আরও যোগ করেছেন, ‘এটা কমাতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে কোভিড অথোরিটি, যারা এটা দেখাশোনা করেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। একজন ইঞ্জিনিয়ার যদি আমরা সময় মতো পাই, ২০ তারিখে হতেও পারে। সময় মতো সবকিছু শেষ করতে পারলে হয়তো ডিআরএসের সমস্যাটা হবে না। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যা সমাধান হয়ে যাবে।’

আগামী বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে শেষে চট্টগ্রামে প্রথম এবং ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দল দুটি।