তামিম-লিটনের ব্যাটে ভালো সূচনা

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া মাত্র ১২৩ রানের ছোট লক্ষ্যে ভালো সূচনা করেছে বাংলাদেশ। ১০ ওভারে বিনা উইকেটেই তুলে ফেলেছে ৩৯ রান।

দুই ওপেনারের মাঝে তামিম কিছুটা আগ্রাসী ভঙ্গিতে খেলছেন। ব্যাট করছেন ২১ রানে। রয়ে-সয়ে খেলছেন আরেক ওপেনার লিটন। তিনি ক্রিজে আছেন ১১ রানে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টস হেরে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১২২ রানেই। বাংলাদেশের বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে একটা সময় ভালো স্কোরেরই স্বপ্ন দেখাচ্ছিলেন রোভম্যান পাওয়েল ও কাইল মেয়ার্স। পাল্টা প্রতিরোধ গড়ে ৫৯ রানও তুলে ফেলেছিল এই জুটি। ক্যারিবীয়দের এই প্রতিরোধ ভেঙেছেন মূলত অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। পাওয়েলকে গ্লাভসবন্দি করিয়েছেন মুশফিকের।

অভিষেকের দিনেই সুবাস ছড়িয়েছেন এই পেসার। ২৮ রানে নিয়েছেন তিন উইকেট। অপর দিকে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফেরা সাকিব ছিলেন পাদপ্রদীপে আলোয়। ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের কারো সেরা ওয়ানডে বোলিং। আরও দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।