পাকিস্তানেও ভারত-বন্দনা, মুগ্ধ আকরাম-আফ্রিদি

ব্রিসবেন টেস্ট অবিশ্বাস্যভাবে জিতে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে ভারত। চতুর্থ ইনিংসে কঠিন লক্ষ্যে ব্যাটিং করে ঐতিহাসিক জয় পাওয়া ভারতকে প্রশংসার বানে ভাসাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। এমনকি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও আছে এই তালিকায়। রাজনৈতিক বৈরিতায় দুই দেশের বরফশীতল সম্পর্ক হলেও পাকিস্তানের দুই সাবেক ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি ভারতের অবিশ্বাস্য জয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।

বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে লড়াই করেছে ভারত। ব্যক্তিগত কারণে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এর সঙ্গে চোট ছিল নিত্য সঙ্গী হয়ে। এত চোটের হানা ছিল যে ব্রিসবেনে একাদশ গড়তেই হিমশিম খেতে হয় ভারতের টিম ম্যানেজমেন্টকে! অথচ ওই দলটিই ব্রিসবেনের কঠিন কন্ডিশনে দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নেয়।

অবিশ্বাস্য এই জয়ে প্রশংসার জোয়ারে ভাসছে কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া আজিঙ্কা রাহানের ভারত। একসময় এই ভারতের বিপক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আকরাম-আফ্রিদির প্রশংসাও কুড়াচ্ছে তারা।

আকরাম টুইটারে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে অবিশ্বাস্য ভঙ্গিমায় টেস্ট এবং সিরিজ জিতলো ভারত। অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে এর আগে এত সাহসী, নির্ভীক এবং প্রাণচঞ্চল দল দেখিনি। কোনও বাধাই থামাতে পারলো না ওদের। মূল দলের ক্রিকেটারদের চোট। ৩৬ রানে অলআউট হয়ে গিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ালো। বাকিদের জন্য অনুপ্রেরণাদায়ক। অনেক শুভেচ্ছা ভারত।’

আর আফ্রিদির টুইট, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স! এত চোট এবং আঘাত থাকা সত্ত্বেও দারুণভাবে সিরিজ জিতলো ভারত। ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। এই সিরিজ অনেকদিন আমাদের মনে থাকবে।’