নির্ধারিত হলো আইপিএল নিলামের দিনক্ষণ

নির্ধারিত হয়ে গেলো আইপিএল নিলামের দিনক্ষণ। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দিনব্যাপী হবে এই নিলাম। লিগ কর্তৃপক্ষ বুধবার টুইটারের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

অবশ্য করোনা পরিস্থিতিতে এবারের টুর্নামেন্ট ভারতে হবে, নাকি সংযুক্ত আরব আমিরাতে, সে বিষয়ে এখনও বিসিসিআই কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে বিকল্প হিসেবে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মরুর দেশটিকেই পছন্দ।

অবশ্য নিলামের আগে নির্ধারিত তারিখের মধ্যেই খেলোয়াড় রিটেনশন ও রিলিজ করে দেওয়ার তালিকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে সবচেয়ে বেশি রিটেইন করা খেলোয়াড় রয়েছে হায়দরাবাদে, ২২জন। বেঙ্গালুরুতে রয়েছে ১৪জন। ফলে নিলামে সববেচে বেশি কেনার ক্ষমতা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। তার পরেই রয়েছে বেঙ্গালুরুর। বেঁধে দেওয়া অর্থের পরিমাণ অনুসারে নিলামে সবচেয়ে কম কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।