১০০ বলের ক্রিকেটের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকায় আছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের নতুন প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেডের’ প্লেয়ার্স ড্রাফটেও নাম রয়েছে এই অলরাউন্ডারের। তিনি ছাড়াও ১০০ বলের ক্রিকেটের ড্রাফটে আছে তামিম ইকবালের নাম।

সাকিব ও তামিম ছাড়াও ইংল্যান্ডের প্রতিযোগিতাটির ড্রাফটে রয়েছেন বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার- ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সাব্বির রহমান। আবু হায়দার, সৌম্য ও তাসকিনের ভিত্তিমূল্য ধরা না হলেও ৪০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে লিটন, ইমরুল ও সাব্বিরের।

সাকিব ও তামিমসহ ১০ ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। বাকিরা হলেন- বাবর আজম, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, লকি ফার্গুসন, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নার।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ড্রাফট। চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির। গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পিছিয়ে যায়।

পুরনো ড্রাফট অনুযায়ী রশিদ খান খেলবেন ট্রেন্ট রকেটসে, সাউদার্ন ব্রেভে আন্দ্রে রাসেল, নর্দার্ন সুপারচার্জার্সে অ্যারন ফিঞ্চ ও বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠ মাতাবেন কেন উইলিয়ামসন।