পাকিস্তান সুপার লিগে করোনার হানা

গতকাল হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচ। মুখোমুখি হওয়ার কথা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেডের। কিন্তু করোনার হানায় ম্যাচটি পেছানো হয়েছে একদিন। অর্থাৎ আজ অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ।

মূলত ইসলামাবাদের ফাওয়াদ আহমেদ করোনা পজিটিভ হওয়াতে পেছানো হয় ম্যাচটি। দুই দিন আগে কিছু উপসর্গ দেখা দিয়েছিল তার মাঝে। ফলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে নেওয়া হয় এই লেগ স্পিনারকের। দলের বাকি খেলোয়াড়রা অবশ্য করোনা নেগেটিভ হয়েছেন পরীক্ষায়। একইভাবে কোয়েটার খেলোয়াড়দের মাঝেও কোনও পজিটিভ খেলোয়াড় পাওয়া যায়নি।।

শুরুতে করোনা সংক্রমণের খবরে সে দিনই ম্যাচটি হওয়ার কথা ছিল ২ ঘণ্টা দেরিতে। কিন্তু পরে আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পেছানো হয় একদিন।

প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনা সংক্রান্ত জটিলতা দেখা দিলো পিএসএলে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি পেশাওয়ার জালমির অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও কোচ ড্যারেন স্যামি জীবানু সুরক্ষিত বলয়ের বাইরে একজনের সঙ্গে দেখা করায় তাদের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।