সুজনকে আইনি নোটিশ পাঠাইনি: রকিবুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার অভিযোগে বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব। তবে ওই আইনি নোটিশের সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন রকিবুল হাসান।

রবিবার (৭ মার্চ) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে এত জল ঘোলা আমি করতে চাই না। তারপরও আমাকে বার বার কথা বলতে হচ্ছে! ও (সুজন) কক্সবাজারে যে আচরণ করেছিলো, তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। তারপরও আমি এতোটুকু নিশ্চিত করতে পারি ওর নামে আমি কোনও লিগ্যাল নোটিশ পাঠাইনি।’

এর আগে রবিবার সকালে নোটিশ প্রদানকারী ওই আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক অধিনায়ক রকিবুল হাসান একজন মুক্তিযোদ্ধা। তিনি খালেদ মাহমুদ সুজনের থেকেও জ্যেষ্ঠ ক্রিকেট অধিনায়ক। তাকে অপমানের ঘটনা আমার নজরে এসেছে। এ কারণে আমি সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছি।’

আইনজীবী মো. আবু তালেব বলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার ঘটনায় আগামী ৭ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।