করোনায় আক্রান্ত আকরাম খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বাংলা ট্রিবিউনকে আকরাম খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত হলেও শারিরীকভাবে সুস্থ আছেন সাবেক এই অধিনায়ক। বাসাতেই এই মুহূর্তে আইসোলেশনে আছেন তিনি।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হলেও সুস্থ রয়েছি আমি। আমার তেমন কোনও সমস্যা নেই। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় জানতে পারি আমি করোনা আক্রান্ত। পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখনও জানা হয়নি। আজ সবার করোনা পরীক্ষা করা হবে।’

সাধারণ কিছু সমস্যা ছাড়া গুরুতর কোনও সমস্যায় ভুগছেন না আকরাম। গত কয়েকদিন  সামান্য গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন তিনি। মূলত এই কারণেই আকরাম করোনা পরীক্ষা করেন। শুক্রবার পরীক্ষা করিয়েই, ওই দিন সন্ধ্যায় নিজে করোনা আক্রান্ত হওয়ার খবরটি পান। নিজের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘শারীরিক অবস্থা ভালো আছে। একটু গলা ব্যথা ও ঠান্ডা আছে। নিজ বাসাতে আইসোলেশনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছি। সবাই দোয়া করবেন।’

আকরাম খান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ দল ১৫টি ম্যাচে মাঠে নামে। তার অধিনাকয়ত্বে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে  গুরুত্বপূর্ণ জয়টি আসে ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। ওই ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই বাংলাদেশে ক্রিকেটের আজ এই অবস্থানে।