সবচেয়ে ভালো টি-টোয়েন্টি বিশ্বকাপ করবে ভারত, সৌরভের ঘোষণা

আইপিএল আয়োজন করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ ভারতজুড়ে নতুন করে করোনাভাইরাসের তাণ্ডব। ঘরোয়া প্রতিযোগিতা করতেই যেখানে দিনরাত এক হয়ে যাচ্ছে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব কিনা, সেই প্রশ্ন ওঠা যৌক্তিক। উঠেছেও। যদিও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কণ্ঠে বজ্রধ্বনি! সাবেক অধিনায়কের ঘোষণা, সবচেয়ে ভালো বিশ্বকাপ আয়োজন ‍করবে ভারত।

শুক্রবার শুরু হয়েছে ১৪তম আইপিএল। চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচটি দেখতে সব রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। ২ এপ্রিল পাঠানো সেই আমন্ত্রণবার্তায় দারুণ একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

সৌরভ লিখেছেন, ‘আমি আশাবাদী আগামী মৌসুমে সব স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করতে পারবো। একই সঙ্গে সবচেয়ে ভালো টি-টোয়েন্টি বিশ্বকাপ করবো আমরা।’

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা পরিস্থিতির অবনতি হলেও সফল বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিসিআই প্রধান। শুধু বিশ্বকাপ কিংবা ঘরোয়া প্রতিযোগিতা নয়, বয়সভিত্তিক দলগুলোর খেলাও শুরু করে দিতে চান জুন-জুলাইয়ে।

চিঠির পরের অংশে সৌরভ লিখেছেন, ‘লম্বা সময় এই ধরনের বায়ো-বাবলের মধ্যে থাকার পরও সেরা পর্যায়ের ও চমৎকার ক্রিকেট উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড়দের সবাই কৃতিত্ব পাওয়ার দাবিদার।’