শ্রীলঙ্কার প্রচণ্ড গরমে অনুশীলনেও রোজা রাখতে পারছেন না মুমিনুলরা

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কায় উড়ে গেছে মুমিনুল হকরা। এরপর তিন দিন রুম কোয়ারেন্টিন শেষ করে আজ (বৃহস্পতিবার) থেকে অনুশীলনে শুরু করেছে তারা।

সোমবার কলম্বোতে পৌঁছে একঘণ্টার বাস জার্নি করে বাংলাদেশ দল পৌঁছায় নেগোম্বোতে। সেখানে দল জেটউইং বিচ রিসোর্টে ওঠার পরই বাংলাদেশ দলের প্রথম পিসিআর টেস্ট করানো হয়েছে। ওই রিপোর্টে সবারই নেগেটিভ আসে। এরপর বুধবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসাতে আজ চতুর্থ দিন থেকে অনুশীলন শুরু করতে পেরেছেন মুমিনুল-মুশফিকরা।

এদিন স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় টিম হোটেল থেকে ২০ মিনিট দূরত্বের একটি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তিন দিনের বিরতি কাটিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

পবিত্র রমজান মাস শুরু হলেও প্রচণ্ড গরমে অনুশীলনের দিন রোজা রাখতে পারেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে বুধবার প্রথম রোজাতে দলের সব মুসলিম ক্রিকেটার ও স্টাফ রোজা রেখেছিলেন।

দুই দিন সীমিত পরিসরের অনুশীলনের পর ১৭ থেকে ১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক বোর্ড দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য কোনও দল না দেওয়াতেই বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে হয়েছে বাংলাদেশ দলকে। এই ম্যাচে সবার অবস্থা পর্যালোচনা করে ঘোষণা করা হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ। ২১ এপ্রিল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নুরুল হাসান।