মেয়ের নাম জানালেন সাকিব

nonameগত বছরের নভেম্বরেই কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।  কন্যার বাবা হওয়ার খবরটি জানা গেলেও এতদিন অজানাই ছিল তার কন্যা সন্তানের নাম। অবশেষে বৃহস্পতিবারই সেটি নিজের মুখে জানিয়ে দিয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব জানিয়েছেন, মেয়ের নাম রেখেছেন আলাইনা হাসান অব্রি। 
উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর নিউ ইয়র্কের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির কন্যা সন্তানের জন্ম দেন। আজকে নাম জানালেও কবে কন্যাকে নিয়ে দেশে ফিরছেন, সে ব্যাপারে কিছুই জানাননি সাকিব।
/এফআইআর/