চেলসি থেকে গোলকিপার কেপা আরিজাবালাগার সঙ্গে চুক্তি করেছে আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল। তাকে দলে নেওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি।
যদিও চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তি হয়েছে তিন বছরের এবং ফি ৫০ লাখ পাউন্ড।
দাভিদ রায়ার ব্যাকআপ হিসেবে কেপাকে নজরে রেখেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। নতুন ক্লাবে ১৩ নম্বর জার্সি পরবেন ৩০ বছর বয়সী স্প্যানিশ কিপার।
গত দুই মৌসুমে ভিন্ন দুটি ক্লাবে ধারে খেলেন কেপা। গত মৌসুমে বোর্নমাউথে ছিলেন। আগের বছর খেলেন রিয়াল মাদ্রিদে। ধারে খেলা শেষে নেতো আর্সেনাল ছেড়ে বোর্নমাউথে ফেরায় তার জায়গা নিচ্ছেন কেপা।
বোর্নমাউথে ধারে খেলতে গিয়ে ৩৫ ম্যাচে ৯টিতে ক্লিনশিট ধরে রাখেন কেপা। প্রিমিয়ার লিগে গত মৌসুমে সেরা ডিফেন্সিভ রেকর্ডে তাদের অবস্থান ছিল ষষ্ঠ।
শৈশবের ক্লাব আথলেতিক বিলবাও থেকে রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডে চেলসিতে নাম লেখান কেপা। যা তাকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক করে তোলে, এখনও টিকে আছে সেই রেকর্ড।
চেলসির হয়ে পাঁচ মৌসুমে মোট ১৬৩ ম্যাচ খেলে কেপা ২০১৯ সালে জিতেছেন ইউরোপা লিগ, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২২ সালে ক্লাব বিশ্বকাপ। রিয়ালেও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছেন এই গোলকিপার।