ক্ষতিপূরণ দিয়েও নাগেলসম্যানকে কোচ করলো বায়ার্ন

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। এর পর থেকে নতুন কোচ খুঁজছিল বাভারিয়ানরা। দ্রুত সেটি পেয়েও গেছে। ৩৩ বছর বয়সী জার্মান হুলিয়ান নাগেলসম্যান হতে যাচ্ছেন বায়ার্নের নতুন কোচ। তাকে আগামী ৫ বছরের জন্য দায়িত্ব দিতে যাচ্ছে বুন্দেসলিগার সেরা দলটি।

নাগেলসম্যান বায়ার্নে যোগ দেবেন আগামী ১ জুলাই। অবশ্য এই চুক্তির জন্য নাগেলসম্যানের ক্লাব আরবি লাইপজিগকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে বায়ার্নকে!

অনেক দিন ধরেই ইউরোপে আলোচিত কোচ নাগেলসম্যান। লাইপজিগকে গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন। এছাড়া ২০১৯ সালে প্রথম দায়িত্ব নিয়ে বুন্দেস লিগায় তৃতীয় করেছিলেন ক্লাবটিকে। বায়ার্ন মিউনিখের সভাপতি হার্বার্ট হেইনার নতুন কোচ নিয়োগ নিয়ে বলেছেন,‘নাগেলসম্যান নতুন প্রজন্মের একজন কোচ। সে তরুণদের প্রতিনিধিত্ব করছে।’

বায়ার্নের দায়িত্ব পেয়ে নাগেলসম্যানও খুব খুশি, ‘বায়ার্নের কোচ হওয়াটা আমার কাছে বিশেষ কিছু। তবে লাইপজিগের দায়িত্ব ছাড়তে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মনে।’