মুস্তাফিজকে পিএসএলে খেলতে দিচ্ছে না বিসিবি!

আফ্রিদিকে সাজঘরে ফিরিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট উদযাপন মুস্তাফিজেরপাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন কাটার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। তবে তাকে সেখানে খেলার অনুমতি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!  ক্রিকইনফো জানিয়েছে, নতুন তারকা হিসেবে তার ওপর যাতে বেশি চাপ না পড়ে, সে দিকে লক্ষ্য রেখেই এমনটি করতে যাচ্ছে বিসিবি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারসের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তাকে ৫০ হাজার ডলারে কিনেছিল লাহোর। তবে টুর্নামেন্টে খেলতে না পারলেও তাকে একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আমরা তাকে এনওসি দেওয়ার পূর্বে সব দিক বিবেচনা করবো। সে আমাদের তরুণ প্রতিভা। তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। আর তার বয়সকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।’

/এফআইআর/