আবিদের রেকর্ড, ধুঁকছে জিম্বাবুয়ে

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করেছে পাকিস্তান। শনিবার (৮ মে) আবিদ আলীর রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ৫১০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৫২ রান তুলতেই স্বাগতিকরা হারিয়েছে ৪ উইকেট। রবিবার ৪৫৮ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে জিম্বাবুয়ে।

হারারেতে আগের দিন আবিদ আলী ও আজহার আলীর জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৬৮ রান নিয়ে দিন শেষ করেছিলো সফরকারীরা। আগের দিন আজহার ১২৬ রান করে আউট হলেও আবিদ আলী ছিলেন ১১৮ রানে অপরাজিত। শনিবার নতুন দিনে, নতুন করে শুরু করলেন তিনি। সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। খেলেছেন অপরাজিত ২১৫ রানের ইনিংস। আবিদ আলীর ডাবল সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড। ৪০৭ বলে ২৯ চারে আবিদ নিজের ইনিংসটি সাজিয়েছেন। তার ইনিংসের ওপর ভর করেই জিম্বাবুয়ে রানের নিচে চাপা পড়েছে।

এছাড়া নৌমান আলী তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১০৪ বলে ৯ চার ও ৫ ছক্কায় নৌমান অনেকটা ওয়ানডে স্টাইলেই রান তুলেছেন। সবমিলিয়ে ১৪৭.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে দোয়া মোজারবানি সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া টেন্ডাই চিসোরো নিয়েছেন দুটি উইকেট।

বড় সংগ্রহের সামনে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে রান তোলার আগেই ফিরে যান জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫২ রান তুলতেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। রেগিস চাকাবা ৭১ বলে ২৮ রানে অপরাজিত আছেন। বোলিংয়ে দুই উইকেট নেওয়া টেন্ডাই চিসোরো ১ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহেন শাহ আফ্রিদি, তাবিস খান, হাসান আলী ও সাজিদ খান একটি করে উইকেট নিয়েছেন। ৩৬ বছর বয়সী পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে তাবিস খানের। ১০ ওভার বল করে পাকিস্তানের এই পেসার নিয়েছেন একটি উইকেট।