শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং কোচকে পাচ্ছে না তামিমরা

শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং কোচ রায়ান কুককে পাচ্ছে না তামিম ইকবালরা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। এই মুহূর্তে দলের সঙ্গে থাকলেও মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন প্রোটিয়া এই কোচ। বিয়ষটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেছেন, ‘কুকের সন্তান সম্ভবা স্ত্রী জটিল কিছু রোগে ভুগছেন। এই সময় স্ত্রীর পাশে থাকাটা জরুরি বলেই তাকে দেশে যেতে হচ্ছে। সে আবেদন করেছিল, আমরা তার ছুটিও মঞ্জুর করেছি।’

এর আগে ছুটি নিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসন। তিনি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষেই ইংল্যান্ডে চলে গেছেন। জুনে জিম্বাবুয়ে সফরের সময় তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ওই সিরিজে দেখা যাবে ফিল্ডিং কোচ কুককেও।

প্রসঙ্গত, আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। ফেরার পর সফরকারীরা পালন করবে তিনদিনের রুম কোয়ারেন্টিন। এর পর ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে। ১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে লঙ্কানরা বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে।

তার পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।